বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস আজ
  • সকল নাগরিকদের জন্য আসলো বড় সুখবর
  • অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সামান্থা রুথ প্রভু
  • পাকিস্তানের ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের রাফাল যুদ্ধবিমান
  • ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
  • শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
  • বাড়িতে ঢুকে মা-বাবাকে মারধর করে মেয়েকে অপহরণ, গ্রেপ্তার ১
  • পাকিস্তানে ভারত-প্রশিক্ষিত সন্ত্রাসী আটক, উদ্ধার ড্রোন ও বিস্ফোরক
  • অন্যান্য বছরের চেয়ে ২০২৪ সালের বন্যা ছিল ভিন্ন
  • ‘বুঝতে পেরে চিৎকার শুরু করি’

আরএমপিতে যুক্ত হলো ‘স্মার্ট ফুড ক্যারিয়ার ভ্যান’

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০১

প্রথমবারের মতো রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদস্যদের খাবার সরবরাহের জন্য যুক্ত হলো ‘স্মার্ট ফুড ক্যারিয়ার ভ্যান’।

রোববার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আরএমপি পুলিশ লাইন্সে এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘স্মার্ট ফুড ক্যারিয়ার ভ্যান’ এর উদ্বোধন করেন।
এ সময় পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, স্মার্ট ফুড ক্যারিয়ার ভ্যানের মাধ্যমে এখন থেকে নগরীর বিভিন্ন স্থানে আরএমপির পুলিশ সদস্যরা তাদের ডিউটি পোস্টে গরম ও মানসম্মত খাবার পাবেন। ফলে পুলিশ সদস্যদের মনোবল আরও বাড়াবে।

তিনি আরও বলেন, শিগগিরই কর্তব্যরত পুলিশ সদস্যদের জন্য স্মার্ট কিচেন চালু করা হবে। সেখানে সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না করা হবে।

এদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার যোগদানের পর থেকে মহানগর পুলিশের সার্বিক কল্যাণে নানাবিধ পদক্ষেপ নিয়েছেন। তিনি ফোর্সের সদস্যদের খাবারের মান উন্নয়নে উদ্যোগ গ্রহণ করেন এবং ফোর্সের মেসের পরিবেশ ও খাবারের মানের দিকে মনোনিবেশ করেছেন। এরই মধ্যে তিনি খাবার মেন্যু মানসম্মত করার নির্দেশ দিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত পুলিশ সদস্যদের খাবার পরিবহন ও পরিবেশনের প্রচলিত পদ্ধতি যথেষ্ট আধুনিক ও মানসম্মত নয়। তাই তিনি একটি ‘স্মার্ট ফুড ক্যারিয়ার ভ্যান’ চালু করার উদ্যোগ গ্রহণ করেন।

এর আওতায় যেসব অফিসার ও ফোর্স মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে ডিউটিতে নিয়োজিত থেকে খাবার গ্রহণ করেন তারা এ সুবিধার আওতায় আসবেন। স্মার্ট ফুড ক্যারিয়ার ভ্যানে খাবার যেমন গরম থাকবে তেমনি খাবারের মান অটুট থাকবে।

নতুন এ কার্যক্রম উদ্বোধনকালে আরএমপির অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) সাইফ উদ্দীন শাহীনসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর