বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • এক ভূখণ্ড, দুই রাষ্ট্র, অগণিত কান্নার উপত্যকা
  • শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস আজ
  • উত্তপ্ত ভারত-পাকিস্তান: সামরিক শক্তিতে কে এগিয়ে
  • ভারতকে রুখতে মুক্তি পেতে যাচ্ছেন ইমরান খান
  • সকল নাগরিকদের জন্য আসলো বড় সুখবর
  • অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সামান্থা রুথ প্রভু
  • পাকিস্তানের ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের রাফাল যুদ্ধবিমান
  • ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
  • শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
  • বাড়িতে ঢুকে মা-বাবাকে মারধর করে মেয়েকে অপহরণ, গ্রেপ্তার ১

প্রান্তিক জনগোষ্ঠীকে শতভাগ সুবিধা নিশ্চিতকরণে মতবিনিময় সভা

ভোলা প্রতিনিধি

প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৮

ভোলার লালমোহন উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারের শতভাগ সুবিধা নিশ্চিতকরণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে এ সভার আয়োজন করা হয়।


এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধূরী শাওন।

প্রথমবারের মত এ সভায় পঙ্গু, বিধবা, জেলে, দিনমজুর। আশ্রায়ণ কেন্দ্রের বাসিন্দা, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ যেন সব শ্রেণি পেশার মানুষের এক মিলন মেলা।

তৃণমূলের দরিদ্র মানুষের মধ্যে বর্তমান সরকারের সব সুবিধা নিশ্চিতকরণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও আশ্রায়ণ প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে জনপ্রতিনিধি ও প্রশাসনের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, বিগত সময়ের মত আগামীতেও যেন লালমোহন এবং তজুমদ্দিনের মানুষ আরও বেশি সুযোগ সুবিধা পান সে উদ্দেশ্যে এ সভার আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, গ্রাম হবে শহর। এখন গ্রামের মানুষ শহরের সুবিধা পাচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দেশ এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, মানুষের অধিকারগুলো যাতে প্রান্তিক জনগোষ্ঠী শতভাগ ও দুর্নীতি, হয়রানিমুক্ত হয়ে সুবিধা পায় তাই এ মতবিনিময় সভার আয়োজন।

অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল। বিশেষ অতিথির বক্তব্য দেন- ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানসহ জেলা ও উপজেলা প্রশাসন এবং জনপ্রতিনিধিরা।

উল্লেখ্য, সরকারের বিভিন্ন প্রকল্পের প্রায় ১৫ হাজার সুবিধাভোগী মানুষ এসময় অংশ নিয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর