বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ২০২৬ নারী বিশ্বকাপের সময়সূচি ও ভেন্যুর নাম ঘোষণা
  • মুম্বাইয়ে বিশ্বমঞ্চের ঢেউ- প্রিয়াঙ্কার দৃপ্ত বার্তা
  • এক ভূখণ্ড, দুই রাষ্ট্র, অগণিত কান্নার উপত্যকা
  • শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস আজ
  • উত্তপ্ত ভারত-পাকিস্তান: সামরিক শক্তিতে কে এগিয়ে
  • ভারতকে রুখতে মুক্তি পেতে যাচ্ছেন ইমরান খান
  • সকল নাগরিকদের জন্য আসলো বড় সুখবর
  • অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সামান্থা রুথ প্রভু
  • পাকিস্তানের ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের রাফাল যুদ্ধবিমান
  • ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার

এলিট শ্রেণির লোকেরা কী বলছেন আমাকে ভোট দেবেন না, হিরো আলমের প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
১৫ জুন ২০২৩, ১৭:৩৫

ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র দাখিল করেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয়। ১৫ জুন, ঢাকা

ঢাকা-১৭ আসনের (গুলশান, বনানী, ভাষানটেক থানা ও সেনানিবাস এলাকা) নির্বাচনে সুষ্ঠু ভোট হলে জিতবেন বলে আশা করেছেন ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। ওই আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে এই আশা প্রকাশ করেছেন হিরো আলম। তিনি এ–ও আশা করেছেন, ওই আসনের এলিট শ্রেণির লোকেরাও তাঁকে ভোট দেবেন।

 

 আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে রাজধানীর আগারগাঁওয়ের ইটিআই ভবনে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খানের কাছে মনোনয়নপত্র জমা দেন হিরো আলম। তারপর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

 

এক সাংবাদিক প্রশ্ন করেন, গুলশান একটি এলিট (অভিজাত) এলাকা। প্রতিটি রাজনৈতিক দল সেখানে সেভাবে মনোনয়ন দেয়। আপনি কি মনে করেন এলিটদের ভোট পাবেন?

 

জবাবে হিরো আলম বলেন, ‘আপনারা ভোটের দিন গিয়ে দেখবেন তো, এলিটের কথা বলছেন, কোটিপতির কথা বলছেন, তাঁরা ভোটের দিন ভোটের মাঠে আসেন কি না? আর কয়টা লোক ভোটের মাঠে আসে, দেখবেন তো। আর ওখানেই শুধু এলিট শ্রেণির লোক আছে? এর বাইরে নাই? শিক্ষিত লোক খালি ওই এলাকায় আছে? কড়াইলবস্তি, ভাষানটেকে কি শিক্ষিত লোক থাকে না? তাহলে আপনারা বারবার কেন শুধু ওই আসনের কথা বলছেন।’

 

 

হিরো আলম বলেন, ‘এলিট শ্রেণির লোকেরা কখনো আমাকে বলছে তোমাকে ভোট দেব না, কোন টাইমে বলছে? যারা বলছে, তারা দ্যাখেন ওই আসনের ভোটারাই না।’

 

বিএনপি কিংবা অন্য কোনো দল তাঁর পেছনে আছে কি না, এমন এক প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘আগেও বলেছি, এখনো বলছি, আমি একাই লড়াই, সংগ্রাম করছি। এখন পর্যন্ত আমার পেছনে কেউ নাই। ভবিষ্যতে যদি কোনো দলে যোগ দিই, তাহলে বলবেন যে আমার পেছনে কেউ আছে। যেহেতু আমি স্বতন্ত্র প্রার্থী, বিএনপি বা অন্য কোনো দল আমার সাথে নাই।’

 

ঢাকার এই আসনে নির্বাচন করা প্রসঙ্গে হিরো আলম বলেন, বগুড়ার দুই আসনের উপনির্বাচনে আমাকে ছয়নয় করে হারানো হয়েছে। সেখানে হারানোর প্রতিবাদের মশাল হিসেবে এখানে ভোট করছি। আমাকে বারবার কেন হারানো হচ্ছে? জেতা ভোটে কেন আমি আমার ক্ষমতা বুঝে পেলাম না? তারই পরিপ্রেক্ষিতে এখানে ভোট করছি। দেখি, ওরা ওখানে হারিয়েছে, এখানেও হারায় কি না, দেখব। সুষ্ঠু নির্বাচন হলে আমি এখানেও জয়লাভ করব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর