বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস আজ
  • সকল নাগরিকদের জন্য আসলো বড় সুখবর
  • অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সামান্থা রুথ প্রভু
  • পাকিস্তানের ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের রাফাল যুদ্ধবিমান
  • ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
  • শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
  • বাড়িতে ঢুকে মা-বাবাকে মারধর করে মেয়েকে অপহরণ, গ্রেপ্তার ১
  • পাকিস্তানে ভারত-প্রশিক্ষিত সন্ত্রাসী আটক, উদ্ধার ড্রোন ও বিস্ফোরক
  • অন্যান্য বছরের চেয়ে ২০২৪ সালের বন্যা ছিল ভিন্ন
  • ‘বুঝতে পেরে চিৎকার শুরু করি’

লক্ষ্মীপুর-৩ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ চলছে

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
৫ নভেম্বর ২০২৩, ১৬:০২

লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। রবিবার(৫ নভেম্বর) সকাল আটটায় শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোট হবে কাগজের ব্যালটে।


লক্ষ্মীপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন ও নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন।


১১৫ টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী।
চারজন প্রার্থী মধ্যে আওয়ামী লীগের প্রার্থী গোলাম ফারুক পিংকু নৌকা প্রতীক, জাতীয় পার্টি রাকিব হোসেন লাঙল প্রতীক, জাকের পার্টির শামছুল করিম খোকন গোলাপ ফুল প্রতীক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সেলিম মাহমুদ আম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী করছে। বিএনপি এই উপনির্বাচনে অংশ নিচ্ছে না। এই উপনির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।


এদিকে নির্বাচন শুরুর আগে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) লাঙল প্রতীকের প্রার্থী মুহাম্মদ রাকিব হোসেন ও জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী সামছুল করিম খোকন। ভোট নিয়ে পৃথকভাবে এ দুই প্রার্থী এমন শঙ্কার কথা জানিয়েছেন।


তাদের দাবি, আওয়ামী লীগের প্রার্থীর লোকজন কেন্দ্রে প্রভাব বিস্তার করে তাদের এজেন্ট এবং ভোটারদের বাঁধাগ্রস্ত করতে পারে।


অন্যদিকে, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের প্রার্থী গোলাম ফারুক পিংকু বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে এমন কোনো কাজ আমি করি না।


লক্ষ্মীপুর-৩ আসনের নির্বাচনের
বিষয়ে কোনো চ্যালেঞ্জ নেই জানিয়ে রিটানিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, সুষ্ঠ নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পূর্ন করা হয়েছে। আশা করি সুষ্ঠ ভাবে ভোট গ্রহন স্পূর্ণ করতে পারবো। এখনও পর্যন্ত ভোটের পরিবেশ স্বাভাবিক রয়েছে।


তিনি আরো বলেন, লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনের সুষ্ঠ ভাবে ভোট গ্রহনের জন্য প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা মোতায়েন রয়েছে। টহলে রয়েছে ৭ ব্যাটালিয়ান র্যাব ও ৬ ব্যাটালিয়ান বিজিবি। ১৫ স্ট্রাইকিং ফোর্স ম্যাজিস্ট্রেট টিম মাঠে রয়েছে। নির্বাচনের জন্য ৯৫০ জন পুলিশ সদস্য ও ১৪৫০ জন আনসার সদস্য নিয়োজিত আছে।


উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান। তার মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে উপ-নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর