বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস আজ
  • সকল নাগরিকদের জন্য আসলো বড় সুখবর
  • অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সামান্থা রুথ প্রভু
  • পাকিস্তানের ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের রাফাল যুদ্ধবিমান
  • ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
  • শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
  • বাড়িতে ঢুকে মা-বাবাকে মারধর করে মেয়েকে অপহরণ, গ্রেপ্তার ১
  • পাকিস্তানে ভারত-প্রশিক্ষিত সন্ত্রাসী আটক, উদ্ধার ড্রোন ও বিস্ফোরক
  • অন্যান্য বছরের চেয়ে ২০২৪ সালের বন্যা ছিল ভিন্ন
  • ‘বুঝতে পেরে চিৎকার শুরু করি’

গোপালগঞ্জে গ্রাম পুলিশের পোশাক থেকে ৪২ লাখ টাকা সাশ্রয় করলেন ডিসি

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
৭ নভেম্বর ২০২৩, ১৮:৫১

গোপালগঞ্জে গ্রাম পুলিশ সদস্যদের পোশাক ও সরঞ্জামাদি কেনার জন্য বরাদ্দ করা অর্থ থেকে ৪২ লাখ টাকা সাশ্রয় করেছেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

সরকারের বরাদ্দ করা এক কোটি ২০ লাখ টাকার বিপরীতে মাত্র ৭৮ লাখ টাকায় এসব পোশাক ও সরঞ্জামা কিনতে পেরেছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি)।


জেলা প্রশাসকের অফিস সূত্রে জানা গেছে, ২০২২-২০২৩ অর্থবছরে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলার ৬৭০ জন গ্রাম পুলিশের জন্য প্যান্ট, শার্ট, বেল্ট, জুতা, রেইন কোট ও সাইড ব্যাগ কিনতে এক কোটি ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর ভিত্তিতে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। এতে ১৬টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। এর মধ্যে চারটি প্রতিষ্ঠান সর্বনিম্ন দরদাতা ও গ্রহণযোগ্য হওয়ায় তাদের সরঞ্জামাদি সরবরাহের অনুমতি দেওয়া হয়। এতে মোট ব্যয় হয় ৭৮ লাখ টাকা।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এসব পোশাক গ্রাম পুলিশ সদস্যদের হাতে তুলে দেন।

গোপালগঞ্জের পাঁচ উপজেলার ৬৭টি ইউনিয়নে কর্মরত ৬৭০ জন গ্রাম পুলিশ সদস্য (দফাদার ও মহল্লাদার) এসব নতুন পোশাক হাতে পেয়েছেন।

গোপালগঞ্জ শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

গোপালগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোহসিন উদ্দিন, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস, এম ইমাম রাজী টুলুসহ অনেকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর