বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস আজ
  • উত্তপ্ত ভারত-পাকিস্তান: সামরিক শক্তিতে কে এগিয়ে
  • ভারতকে রুখতে মুক্তি পেতে যাচ্ছেন ইমরান খান
  • সকল নাগরিকদের জন্য আসলো বড় সুখবর
  • অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সামান্থা রুথ প্রভু
  • পাকিস্তানের ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের রাফাল যুদ্ধবিমান
  • ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
  • শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
  • বাড়িতে ঢুকে মা-বাবাকে মারধর করে মেয়েকে অপহরণ, গ্রেপ্তার ১
  • পাকিস্তানে ভারত-প্রশিক্ষিত সন্ত্রাসী আটক, উদ্ধার ড্রোন ও বিস্ফোরক

রেললাইনে দাঁড়িয়ে তরুণ–তরুণীর ঝগড়া, ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত:
১৮ ডিসেম্বর ২০২৩, ১৩:০০

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। ১৭ ডিসেম্বর রোববার সন্ধ্যার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের বাদুয়ারচর রেলসেতু–সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সোয়া সাতটার দিকে ঘটনাস্থল থেকে ট্রেনে কাটা পড়ে নিহত ওই তরুণের লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

নিহত তরুণের নাম রুমান মিয়া (২০)। তিনি রায়পুরা উপজেলার বাহেরচর গ্রামের পশ্চিমপাড়া এলাকার আবদুল হক মিয়ার ছেলে। রেললাইনে দাঁড়িয়ে এক তরুণীর সঙ্গে রুমানের বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।


কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে স্থানীয় লোকজন বলেন, বিকেল চারটার পর থেকেই রেললাইনে দাঁড়িয়ে থাকা তরুণ–তরুণীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলছিল। শেষ বিকেলে তাঁদের বাগ্‌বিতণ্ডা চরম পর্যায়ে পৌঁছায়। একপর্যায়ে ছেলেটি ঢাকা থেকে ছেড়ে আসা একটি চলন্ত ট্রেনের সামনে দাঁড়ালে পা কাটা পড়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এই দৃশ্য দেখে মেয়েটি অচেতন হয়ে যান। পরে চেতনা ফিরলে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

রেলওয়ে পুলিশ বলছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরির পর নিহত তরুণের লাশ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। এরই মধ্যে তাঁর পরিচয় শনাক্ত হলে স্বজনদের খবর দেওয়া হয়। ময়নাতদন্তের জন্য তরুণের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নাজিউর রহমান বলেন, লাশ উদ্ধারের সময় সেখানে কোনো তরুণীকে পাওয়া যায়নি। তবে দুজনের বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে এমন ঘটনা ঘটেছে বলে শুনেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে অন্য কিছু পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর