বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস আজ
  • উত্তপ্ত ভারত-পাকিস্তান: সামরিক শক্তিতে কে এগিয়ে
  • ভারতকে রুখতে মুক্তি পেতে যাচ্ছেন ইমরান খান
  • সকল নাগরিকদের জন্য আসলো বড় সুখবর
  • অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সামান্থা রুথ প্রভু
  • পাকিস্তানের ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের রাফাল যুদ্ধবিমান
  • ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
  • শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
  • বাড়িতে ঢুকে মা-বাবাকে মারধর করে মেয়েকে অপহরণ, গ্রেপ্তার ১
  • পাকিস্তানে ভারত-প্রশিক্ষিত সন্ত্রাসী আটক, উদ্ধার ড্রোন ও বিস্ফোরক

পররাষ্ট্র সচিব

দিনশেষে ভোটার উপস্থিতি ভালো হবে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৪, ১৫:৪৬

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, দিনশেষে উল্লেখযোগ্যসংখ্যক ভোট পড়বে। আমি মনে করি যে, বাংলাদেশের মানুষ যদি রাজনৈতিকভাবে সচেতন থাকে, তা হলে এটা একটা নাগরিক অধিকার। আমরা কাকে ভোট দেব সেটা বিবেচ্য বিষয় নয়। প্রক্রিয়াটাতে অংশগ্রহণ করা, দিনশেষে মানুষ সেটার প্রতিফলন ঘটাবে।

রোববার (৭ জানুয়ারি) সকালে তেজগাঁও কলেজকেন্দ্রে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শুরুর প্রথম ঘণ্টায় অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল।

নির্বাচনে যদি জনগণের অংশগ্রহণ কম হয়, অর্থাৎ ভোট যদি কম পড়ে সে ক্ষেত্রে আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ হতে পারে কিনা জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, সেটা তাদের বিবেচনার বিষয়। আমরা যেটা দেখছি, মানুষ যাতে ভোট না দেয় সে জন্য অনেক বাধা, অনেক গণসংযোগ করা হয়েছে। সেটাও আছে।

মাসুদ বিন মোমেন বলেন, জনগণ ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি যদি হেলদি একটা টার্ন আউট হয় তা হলে সেটা নিশ্চয়ই এই নির্বাচনের পক্ষে যাবে। গ্রহণযোগ্যতার পক্ষে যাবে। দেখা যাক, এখনই জাজমেন্ট দেওয়ার সময় আসেনি।

কতজন বিদেশি পর্যটক এসেছেন জানতে চাইলে তিনি বলেন, শেষ পর্যন্ত ১২৭-এর মতো। কিছু কম-বেশি হতে পারে। শেষ মুহূর্তে কেউ হয়তো ফ্লাইট মিস করেছে, অনেকে হয়তো নিশ্চিত করে আসেননি। আবার অনেকে হয়তো এসে গেছে, আমাদের কাছে পুরোপুরি তথ্য নেই।

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় বন্ধুরাষ্ট্রগুলো উদ্বেগ প্রকাশ করেছে কিনা জানতে চাইলে মোমেন বলেন, আনুষ্ঠানিকভাবে আমি এখনো দেখিনি। তবে আমার সঙ্গে যারা দেখা করেছেন, জাপানের টিম কাল দেখা করেছে, রাশিয়া, ভারত—এখানে যারা এসেছেন, সেই টিমগুলো, তারা সবাই তাদের উদ্বেগ প্রকাশ করেছে।

মোমেন বলেন, কারও কাম্য নয়, একটি প্রাণ ঝরে যাক। সেখানে যেভাবে প্রাণগুলো ঝরে গেল এটা খুবই দুঃখজনক।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর