বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ২০২৬ নারী বিশ্বকাপের সময়সূচি ও ভেন্যুর নাম ঘোষণা
  • মুম্বাইয়ে বিশ্বমঞ্চের ঢেউ- প্রিয়াঙ্কার দৃপ্ত বার্তা
  • এক ভূখণ্ড, দুই রাষ্ট্র, অগণিত কান্নার উপত্যকা
  • শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস আজ
  • উত্তপ্ত ভারত-পাকিস্তান: সামরিক শক্তিতে কে এগিয়ে
  • ভারতকে রুখতে মুক্তি পেতে যাচ্ছেন ইমরান খান
  • সকল নাগরিকদের জন্য আসলো বড় সুখবর
  • অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সামান্থা রুথ প্রভু
  • পাকিস্তানের ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের রাফাল যুদ্ধবিমান
  • ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার

ছবি পোস্ট ঘিরে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন তটিনী

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৫ মার্চ ২০২৪, ১৪:৩২

বেশ কিছুদিন আগের কথা। হঠাৎ করেই নজর কাড়ে ছোট পর্দার অভিনেতা ইয়াশ রোহান ও অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীর ফেসবুক স্ট্যাটাস। ফেসবুকে পোস্ট করা তাঁদের ছবি ও লেখাগুলো ছিল একই রকম। এরপরই ভক্তরা যেন লাগামছাড়া মন্তব্য করতে থাকেন। কেউ কেউ তাঁদের শুভকামনাও জানান। প্রেম ও বিয়ে নিয়ে গুঞ্জনও চাউর হয়। সেই খবর এই তারকারাও শুনেছেন।

রোমান্টিক দৃষ্টি দিয়ে ইয়াশের দিকে তাকিয়ে আছেন তটিনী। আর ইয়াশ তটিনীকে দূরের কিছু দেখাচ্ছেন। তাঁদের পছন্দের সেই ছবি একসঙ্গে পোস্ট করেছিলেন তাঁরা। সেখানে লেখা, ‘ওহে কী করিলে বলো, পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে।’
একই সঙ্গে করা ফেসবুক পোস্টটি নিয়ে কথার শুরুতেই তটিনী বলেন, ‘এটা আসলে ইচ্ছাকৃত ছিল। আমরা রাফাত মজুমদার রিংকু ভাইয়ের একটা নাটক করেছি, সেই নাটকের প্রচারের জন্য একসঙ্গে ছবিটি পোস্ট করা।’

তবে ছবিটি পোস্ট করার পর থেকেই ভক্তদের কাছ থেকে নানা রকম মন্তব্য শুনতে হচ্ছে। সেগুলো বেশ উপভোগ করছেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। ‘তাঁরা প্রেম করছেন, তাঁদের ভালো মানিয়েছে’—ভক্তদের এমন কথাকে তটিনী গুরুত্ব দিচ্ছেন না। এই অভিনেত্রীর একটাই কথা, এই সম্পর্ক শুধু অভিনয়ের সূত্রে।

 
 

‘আমরা যখন প্রথম একসঙ্গে কাজ শুরু করি, তখন থেকেই আমাদের কাজগুলো দর্শক পছন্দ করতে থাকেন। তখনই আমাদের নিয়ে অনেক কথা বলতেন দর্শক। শুরুতে খুবই ভ্যাবাচেকা খেয়ে যেতাম। তখন এমন হতো যে আসলে এসব বিষয়ে কী বলব, কী ব্যাখ্যা দেব, ভেবে পেতাম না। কারণ, দর্শকদের তো বোঝানো সোজা নয়,’ বলেন তটিনী।

সেই থেকেই এই দুই তারকাকে নিয়ে ভক্তদের আগ্রহ বেশ উপভোগ করেন তটিনী। এককথায়, তাঁরা অভ্যস্ত হয়ে গেছেন। তটিনী বলেন, ‘কী আর ব্যাখ্যা দেব? যেটা নেই, সেটা নেই। আমাদের মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটা বলা যেতে পারে। তবে দর্শকেরা আমাদের নিয়ে কথা বলেন, জুটির প্রশংসা করেন, এটাকে আমি ইতিবাচকভাবে দেখি।’

শেষে তটিনী যোগ করেন, ‘ধারাবাহিকভাবে আমরা একসঙ্গে এত কাজ করি যে অভিনয় করতে করতেই আমাদের সংযোগটা হয়ে গেছে। ভাইয়া আমাকে অভিনয়ে খুবই সাহায্য করেন। জুনিয়র হিসেবে সেই জায়গা থেকেই ভাইয়াকে সম্মান করি।’
 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর