বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস আজ
  • উত্তপ্ত ভারত-পাকিস্তান: সামরিক শক্তিতে কে এগিয়ে
  • ভারতকে রুখতে মুক্তি পেতে যাচ্ছেন ইমরান খান
  • সকল নাগরিকদের জন্য আসলো বড় সুখবর
  • অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সামান্থা রুথ প্রভু
  • পাকিস্তানের ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের রাফাল যুদ্ধবিমান
  • ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
  • শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
  • বাড়িতে ঢুকে মা-বাবাকে মারধর করে মেয়েকে অপহরণ, গ্রেপ্তার ১
  • পাকিস্তানে ভারত-প্রশিক্ষিত সন্ত্রাসী আটক, উদ্ধার ড্রোন ও বিস্ফোরক

‘জংলি বিল্লি’ হয়ে উঠতে কত নিয়েছেন কিয়ারা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১০ মার্চ ২০২৪, ১৮:১৬

ফারহান আখতারের ‘ডন থ্রি’ ছবি ঘিরে এখন থেকেই সবার আগ্রহ প্রবল। এই ছবিকে কেন্দ্র করে প্রায়ই নতুন খবর উঠে আসছে। এখনকার খবর অনুযায়ী, ‘ডন’-এর এই সিকুইলের জন্য কিয়ারা আদভানি এক বড়সড় অঙ্ক নিজের ঝুলিতে পুরেছেন।
ফারহান আখতারের ‘ডন টু’ ছবিতে শাহরুখ খান আর প্রিয়াংকা চোপড়াকে দেখা গিয়েছিল। এবার এর তৃতীয় সিকুইলে জুটি বেঁধে আসতে চলেছেন রণবীর সিং এবং কিয়ারা আদভানি। শোনা গিয়েছিল, ছবির নির্মাতাদের পছন্দের তালিকায় ছিল কৃতি শ্যানন আর কিয়ারা আদভানির নাম। কিন্তু রণবীর তাঁর নায়িকা হিসেবে কিয়ারাকে চেয়েছিলেন বলে জানা গিয়েছিল। কারণ, পর্দার বাইরে কিয়ারার সঙ্গে রণবীরের সম্পর্ক বেশ ভালো।


তাই এই বলিউড নায়ক পর্দায় তাঁর নায়িকা হিসেবে কিয়ারাকেই বেছে নিয়েছেন। আরও শোনা গিয়েছিল, কিয়ারার কাছে ‘ডন থ্রি’র প্রস্তাব রাখতে তিনি সঙ্গে সঙ্গে সম্মতি দিয়েছিলেন। তবে ‘ডন থ্রি’র ‘জংলি বিল্লি’ হয়ে ওঠার জন্য কিয়ারা এক বড় অঙ্কের পারিশ্রমিক দাবি করেছিলেন।


বলিউড হাঙ্গামা অনলাইনের খবর অনুযায়ী, এই ছবির জন্য তিনি ১৩ কোটি রুপি পারিশ্রমিক হিসেবে চেয়েছিলেন। আর নির্মাতারা তা খুশি খুশি দিয়েছেন বলে খবর। কিয়ারার ক্যারিয়ারের সবচেয়ে বড় অঙ্কের পারিশ্রমিক এটা।


এই বলিউড নায়িকাকে সিদ্ধার্থ আনন্দের ‘ওয়ার টু’ ছবিতে দেখা যাবে। এই ছবির জন্য তিনি যা পারিশ্রমিক নিয়েছেন, তার দ্বিগুণ ‘ডন থ্রি’র জন্য নিয়েছেন বলে খবর। জানা গেছে, ‘ডন’-এর এই সিকুইল ছবিতে কিয়ারাকে দুরন্ত অ্যাকশন কর‍তে দেখা যাবে। আর তার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে চলেছেন এই বলিউড অভিনেত্রী।


ফারহান আখতারের ‘ডন থ্রি’ ২০২৫ সালে মুক্তি পাবে। তবে দর্শক ‘ডন’-এর ভূমিকায় আবার শাহরুখ খানকেই দেখতে চেয়েছিলেন। কিং খানের পরিবর্তে রণবীরের নাম ঘোষিত হওয়ায় আশাহত হয়েছিলেন সিনেমাপ্রেমীরা।


তাঁদের মতে, আসল ‘ডন’ শাহরুখ খান ছাড়া আর কেউ নন। রণবীর আর কিয়ারার জুটিকে দর্শক কতটা খোলা মনে স্বাগত জানাবেন, তা-ই এখন দেখার অপেক্ষা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর