বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • এক ভূখণ্ড, দুই রাষ্ট্র, অগণিত কান্নার উপত্যকা
  • শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস আজ
  • উত্তপ্ত ভারত-পাকিস্তান: সামরিক শক্তিতে কে এগিয়ে
  • ভারতকে রুখতে মুক্তি পেতে যাচ্ছেন ইমরান খান
  • সকল নাগরিকদের জন্য আসলো বড় সুখবর
  • অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সামান্থা রুথ প্রভু
  • পাকিস্তানের ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের রাফাল যুদ্ধবিমান
  • ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
  • শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
  • বাড়িতে ঢুকে মা-বাবাকে মারধর করে মেয়েকে অপহরণ, গ্রেপ্তার ১

বাংলাদেশে আসছেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৩ মার্চ ২০২৪, ১৩:২২

সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া ১৮ মার্চ চার দিনের সফরে বাংলাদেশে আসছেন। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) শুভেচ্ছাদূত হিসেবে তিনি এ সফরের সময় সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি, উদ্যোক্তা, উন্নয়ন অংশীদারদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। তিনি পরিবেশবান্ধব ও ডিজিটাল উত্তরণে ব্যবসার ভূমিকা নিয়ে একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন।

সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ সফরের সময় সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়ার সফরসঙ্গী হিসেবে থাকছেন জাতিসংঘের সহকারী মহাসচিব উলরিকা মোদের ও সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন এবং বৈদেশিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী ইয়োহান ফরসেল।


সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সফর উপলক্ষে তাদের ওয়েবসাইটে প্রচারিত বিজ্ঞপ্তিতে আরও বলেছে, বাংলাদেশ উন্নয়নের সম্পর্কে ধারণা পাওয়া উপলক্ষে এ সফরের আয়োজন করা হয়েছে। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, লিঙ্গসমতা, পরিবেশবান্ধব ও ডিজিটাল রূপান্তর এবং ব্যবসায়িক খাতের ভূমিকার ওপর দৃষ্টি রেখে এসডিজি বাস্তবায়নের অগ্রগতি এবং চলমান চ্যালেঞ্জগুলো যাচাইয়ের একটি সুযোগ তৈরি করবে এই সফর।

বাংলাদেশ সফরের সময় সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া জলবায়ু অভিযোজন, ডিজিটালাইজেশন এবং স্থানীয় সমাধানের মতো বিষয়গুলো নিয়ে কিছু এলাকায় যাবেন। তিনি বিশ্বের বৃহত্তম শরণার্থীশিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার যাবেন।


এ সফর উপলক্ষে সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন এবং বৈদেশিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী ইয়োহান ফরসেল বলেছেন, সুইডেন এবং বাংলাদেশের অংশীদারত্ব ৫০ বছরেরও বেশি সময় আগের। এই অংশীদারত্ব দীর্ঘমেয়াদি উন্নয়ন সহযোগিতা এবং ব্যাপক বাণিজ্যের মধ্য দিয়ে বিকশিত হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশ একটি চিত্তাকর্ষক উন্নয়নযাত্রা করেছে এবং ২০২৬ সালে একটি নিম্ন আয়ের দেশ থেকে একটি মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে বলে আশা করা হচ্ছে। সুইডিশ কোম্পানিগুলোসহ ব্যবসায়িক খাত পরিবেশবান্ধব ও ডিজিটাল রূপান্তর প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর