বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • মুম্বাইয়ে বিশ্বমঞ্চের ঢেউ- প্রিয়াঙ্কার দৃপ্ত বার্তা
  • এক ভূখণ্ড, দুই রাষ্ট্র, অগণিত কান্নার উপত্যকা
  • শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস আজ
  • উত্তপ্ত ভারত-পাকিস্তান: সামরিক শক্তিতে কে এগিয়ে
  • ভারতকে রুখতে মুক্তি পেতে যাচ্ছেন ইমরান খান
  • সকল নাগরিকদের জন্য আসলো বড় সুখবর
  • অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সামান্থা রুথ প্রভু
  • পাকিস্তানের ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের রাফাল যুদ্ধবিমান
  • ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
  • শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক

শ্রীলঙ্কার পেস বোলিং কোচ হলেন পাকিস্তানের আকিব জাভেদ

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৬ মার্চ ২০২৪, ১৬:৩২

শ্রীলঙ্কার পেস বোলিং কোচ হলেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ও কোচ আকিব জাভেদ। এখন থেকেই দলের সঙ্গে কাজ করবেন তিনি। জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই দায়িত্বে থাকবেন আকিব জাভেদ। আগামী সপ্তাহেই শ্রীলঙ্কার উদ্দেশে পাকিস্তান ছাড়বেন এই পেসার।

শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে বলেছে, ‘শ্রীলঙ্কা ক্রিকেট জাতীয় দলের বোলিং কোচ হিসেবে পাকিস্তানের সাবেক পেস বোলার আকিব জাভেদের নাম ঘোষণা করছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষের আগ পর্যন্ত তিনি দলের সঙ্গে কাজ করবেন।’



৫১ বছর বয়সী জাভেদ ২০১৭ সাল থেকে লাহোর কালান্দার্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর অধীনে ২০২২ ও ২০২৩ সালে পিএসএল জেতে লাহোর। যদিও এই মৌসুমে তাঁর দল টুর্নামেন্ট শেষ করেছে পয়েন্ট তালিকার শেষে থেকে।


এর আগে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন জাভেদ। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের বোলিং কোচও ছিলেন তিনি। ২০১২ সালে সেই দায়িত্ব ছাড়ার পর সংযুক্ত আরব আমিরাতের প্রধান কোচ ও বোলিং কোচের দায়িত্ব নেন। ওই সময়েই আরব আমিরাত ওয়ানডে মর্যাদা পায়, ২০১৫ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। ২০০৪ সালে পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন দলের কোচও ছিলেন তিনি।

আকিব জাভেদ পাকিস্তানের হয়ে ১৬৩টি ওয়ানডেতে ১৮২ উইকেট ও ২২ টেস্টে ৫৪টি উইকেট নিয়েছেন। ১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের সদস্য ছিলেন আকিব জাভেদ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর