বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • এক ভূখণ্ড, দুই রাষ্ট্র, অগণিত কান্নার উপত্যকা
  • শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস আজ
  • উত্তপ্ত ভারত-পাকিস্তান: সামরিক শক্তিতে কে এগিয়ে
  • ভারতকে রুখতে মুক্তি পেতে যাচ্ছেন ইমরান খান
  • সকল নাগরিকদের জন্য আসলো বড় সুখবর
  • অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সামান্থা রুথ প্রভু
  • পাকিস্তানের ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের রাফাল যুদ্ধবিমান
  • ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
  • শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
  • বাড়িতে ঢুকে মা-বাবাকে মারধর করে মেয়েকে অপহরণ, গ্রেপ্তার ১

মেসি এমএলএসের যে নিয়মের কারণে আজ ফ্রি–কিক নিতে পারেননি

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১২ মে ২০২৪, ১১:৩৮

ধরুন আপনি লিওনেল মেসির পাঁড় ভক্ত, কোনো কারণে মন্ট্রিয়লের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচটি মিস করেছেন। পরে ম্যাচের খবর নিতে গিয়ে দেখলেন, মায়ামির হয়ে আজ ফ্রি–কিক থেকে গোল করেছেন মাতিয়াস রোহাস। এই তথ্য পাওয়ার পর প্রথমেই আপনার মনে এই প্রশ্ন আসতে বাধ্য—মেসি আজ খেলেছেন তো? নইলে ফ্রি–কিক কেন রোহাস নেবেন!

মেসি আজ খেলেছেন, পুরো ম্যাচই খেলেছেন। কিন্তু ফ্রি–কিক নিতে পারেননি। সেটা মেজর লিগ সকারের (এমএলএস) নতুন এক নিয়মের কারণে।

কী সেই নিয়ম? মেসিই মূলত সেই ফ্রি–কিকটি আদায় করেন। প্রথমার্ধের ৪৩তম মিনিটে মন্ট্রিয়লের ফুটবলার জর্জ ক্যাম্পবেল মেসিকে ফাউল করেন। এমন ট্যাকলের কারণে মেসির প্রাথমিক চিকিৎসা নিতে হয়েছে। যেখানে ১৫ সেকেন্ডের বেশি সময় লেগেছে। এমএলএসের নতুন নিয়ম অনুসারে, প্রাথমিক চিকিৎসায় ১৫ সেকেন্ডের বেশি সময় নিলে দুই মিনিট মাঠের বাইরে থাকতে হবে। চলতি মৌসুম থেকেই এই নিয়ম চালু হয়েছে।

মূলত সে কারণেই মেসি নন, ফ্রি–কিক নিতে হয় রোহাসকে। যদিও রোহাস হতাশ করেননি। মেসির মতো বাঁ পায়েরই দুর্দান্ত এক ফ্রি–কিকে গোল করেন।
তবে মেসি এমএলএসের এমন নিয়মে খুশি নন। মাঠের বাইরে এক ক্যামেরার সামনে ক্ষিপ্ত মেসি বলেন, ‘এ ধরনের নিয়ম হলে আমরা ভুল পথে আছি।’

মেসি পরেও কোনো গোল করতে পারেননি। কোনো গোলে সহায়তাও করতে পারেননি তিনি। চলতি বছরে এই প্রথম মায়ামির কোনো গোলে অবদান রাখতে পারেননি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। এরপরও মেসির মায়ামি জিতেছে ৩-২ গোলে। ২-০তে পিছিয়ে পড়ে মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচটি ৩-২ ব্যবধানে ইন্টার মায়ামি জিতেছে রোহাসের সঙ্গে লুইস সুয়ারেজ ও বেঞ্জামিন ক্রিমাশ্চির গোলে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর