বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস আজ
  • সকল নাগরিকদের জন্য আসলো বড় সুখবর
  • অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সামান্থা রুথ প্রভু
  • পাকিস্তানের ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের রাফাল যুদ্ধবিমান
  • ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
  • শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
  • বাড়িতে ঢুকে মা-বাবাকে মারধর করে মেয়েকে অপহরণ, গ্রেপ্তার ১
  • পাকিস্তানে ভারত-প্রশিক্ষিত সন্ত্রাসী আটক, উদ্ধার ড্রোন ও বিস্ফোরক
  • অন্যান্য বছরের চেয়ে ২০২৪ সালের বন্যা ছিল ভিন্ন
  • ‘বুঝতে পেরে চিৎকার শুরু করি’

বৃষ্টি নিয়ে সুখবর, হতে পারে লঘুচাপ

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৮ মে ২০২৪, ১২:৫১

রাজধানীতে আজ শনিবার (১৮ মে) সকালে একদফা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আকাশও ছিল মেঘাচ্ছন্ন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কিছুটা কাটলেও রোদ ওঠেনি।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এ রকম মেঘলা আকাশ সারা দেশেই কমবেশি থাকবে। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির প্রবণতাও বাড়বে। একটি লঘুচাপও তৈরি হতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর বলেন, মূলত দেশের উত্তর-পূর্বাঞ্চলে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে রাজধানীর মতো এমন আবহাওয়া থাকবে। তিনি আরও বলেন, ‘আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির প্রবণতা বাড়বে। কয়েক দিন ধরে যে তাপপ্রবাহ চলছিল, তা প্রশমিত হবে।’

গতকাল শুক্রবার (১৭ মে) বিকেলে আবহাওয়া অধিদপ্তর দেশের চারটি বিভাগ—ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনায় বিশেষ সতর্কতা জারি করে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়—৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় ছিল ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস। এরপরে আজ (১৮ মে) বৃষ্টি নিয়ে সুখবরই দিল আবহাওয়া অধিদপ্তর।

বেলা ১১টায় আবহাওয়া অধিদপ্তর পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, আজ থেকে সারা দেশে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমে আসবে। এ ছাড়া আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা আছে। যেসব জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা প্রশমিত হতে পারে।

অধিদপ্তর বলছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

ঢাকা, ময়মনসিংহ, মাদারীপুর, নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর