বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস আজ
  • সকল নাগরিকদের জন্য আসলো বড় সুখবর
  • অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সামান্থা রুথ প্রভু
  • পাকিস্তানের ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের রাফাল যুদ্ধবিমান
  • ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
  • শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
  • বাড়িতে ঢুকে মা-বাবাকে মারধর করে মেয়েকে অপহরণ, গ্রেপ্তার ১
  • পাকিস্তানে ভারত-প্রশিক্ষিত সন্ত্রাসী আটক, উদ্ধার ড্রোন ও বিস্ফোরক
  • অন্যান্য বছরের চেয়ে ২০২৪ সালের বন্যা ছিল ভিন্ন
  • ‘বুঝতে পেরে চিৎকার শুরু করি’

পর্তুগালকে নিয়ে সমর্থকদের সমালোচনা পছন্দ ফের্নান্দেসের

খেলা ডেস্ক

প্রকাশিত:
১১ জুন ২০২৪, ১৮:০৫

দুর্দান্ত ধারাবাহিক পারফরম্যান্সে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব শেষ করা পর্তুগাল মূল টুর্নামেন্ট শুরুর আগে যেন হারিয়ে ফেলেছে ছন্দ। এখন পর্যন্ত খেলা চার প্রীতি ম্যাচের দুটিতেই হেরে গেছে তারা। এই ব্যর্থতায় সমালোচনা হচ্ছে দলের। যা ভালোই লাগছে ব্রুনো ফের্নান্দেসের। পর্তুগিজ এই মিডফিল্ডারের মতে, সমর্থকদের এই অবস্থান প্রমাণ করে ইউরোতে তাদের নিয়ে প্রত্যাশা কতটা।

ইউরোর বাছাই পর্বে ১০ ম্যাচের সবকটি জিতে গ্রুপ সেরা হয় পর্তুগাল। মূল পর্বে লড়াইয়ে নামার আগে কিছুটা অধারাবাহিক হয়ে পড়েছে দলটি। শিরোপা পুনরুদ্ধারের অভিযানে নামার আগে প্রস্তুতিটা তেমন ভালো হচ্ছে না তাদের।

গত মার্চে শক্তিতে পিছিয়ে থাকা স্লোভেনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলে হেরে যায় পর্তুগাল। গত সপ্তাহে আরেকটি প্রস্তুতি ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে তাদের হার ২-১ গোলে। এরপর থেকেই দলটিকে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

প্রস্তুতি পর্বের শেষ ম্যাচে সোমবার আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ২০১৬ ইউরোর চ্যাম্পিয়ন পর্তুগাল। এদিন সাংবাদিকদের ফের্নান্দেস বলেন, তাদের নিয়ে চলমান এই সমালোচনায় ভালো করার অনুপ্রেরণা খুঁজে পাচ্ছেন তিনি।

“আমি চাই না কেউ চিন্তা করুক, আমরা এই পর্যায়ে এসেছি এটা ভেবে যে, সবকিছু করা হয়ে গেছে এবং উন্নতির আর কিছু নেই। সব সময় উন্নতির জায়গা থাকে। ‘দল এখন আর আগের মতো ভালো না’, ‘আমরা যা চাই দল সেই পর্যায়ে নেই’; সত্যি বলতে, জাতীয় দলকে নিয়ে এসব নেতিবাচক ভাবনা আমার কিছুটা ভালো লাগে।”

“আমি এটা পছন্দ করি, কারণ এটা একটা ইঙ্গিত যে মানুষ আমাদের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে এবং জাতীয় দলের কাছ থেকে আরও বেশি কিছু চায়। এর অর্থ, আমরা যারা দেশের প্রতিনিধিত্ব করছি, তাদের আরও বেশি কিছু করার সামর্থ্য রয়েছে। আমরা এটা জানি, আমাদের উচ্চাকাঙ্ক্ষা আছে এবং আমরা আরও ভালো করতে চাই।”

জার্মানিতে আগামী শুক্রবার (১৪ জুন) পর্দা উঠবে এবারের ইউরোর। ১৯ জুন চেক রিপাবলিকের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতাটির শিরোপার পুনরুদ্ধারের অভিযান শুরু করবে পর্তুগাল। ‘ডি’ তাদের অন্য দুই প্রতিপক্ষ তুরস্ক ও জর্জিয়া।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর