বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • মুম্বাইয়ে বিশ্বমঞ্চের ঢেউ- প্রিয়াঙ্কার দৃপ্ত বার্তা
  • এক ভূখণ্ড, দুই রাষ্ট্র, অগণিত কান্নার উপত্যকা
  • শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস আজ
  • উত্তপ্ত ভারত-পাকিস্তান: সামরিক শক্তিতে কে এগিয়ে
  • ভারতকে রুখতে মুক্তি পেতে যাচ্ছেন ইমরান খান
  • সকল নাগরিকদের জন্য আসলো বড় সুখবর
  • অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সামান্থা রুথ প্রভু
  • পাকিস্তানের ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের রাফাল যুদ্ধবিমান
  • ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
  • শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক

রাসেলস ভাইপারের কামড়, পিটিয়ে মারা সাপ নিয়ে হাসপাতালে কৃষক

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত:
২২ জুন ২০২৪, ১২:৪২

রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীর চরে বাদাম তুলতে গিয়ে বিষধর রাসেলস ভাইপারের কামড়ে এক কৃষক আহত হয়েছেন। তাঁর নাম মধু বিশ্বাস (৪৮)। গতকাল শুক্রবার (২১ জুন) সকালে উপজেলার হাবাসপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। প্রথমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

মধু বিশ্বাস একই উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফড়া গ্রামের বাসিন্দা।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক মধু বিশ্বাস জানান, গতকাল সকাল ১০টার দিকে পদ্মার চরে নিজের খেতে বাদাম তুলতে যান তিনি। এ সময় একটি সাপ তাঁর পায়ে কামড় বসায়। তাঁর চিৎকারে মাঠের অন্য কৃষকেরা ছুটে এসে সাপটিকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেন। পরে তাঁকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সঙ্গে করে মৃত সাপটিও নেওয়া হয়।

সাপটি রাসেলস ভাইপার বলে নিশ্চিত করেছেন পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমীন আহমেদ তিথি। তিনি বলেন, ‘সঙ্গে আনা সাপটি দেখে আমরা নিশ্চিত হই, তাঁকে (মধু) রাসেলস ভাইপার কামড় দিয়েছে। পরে দ্রুত ভর্তি করে হাসপাতালেই তাঁকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থা ভালো ছিল। আমরা তাঁকে ৭২ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখতে চেয়েছিলাম। কিন্তু পরিবারের লোকজন রাত সাড়ে সাতটার দিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যান।’

এ বিষয়ে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, ‘ওই কৃষককে রাসেলস ভাইপার সাপ ছোবল দিয়েছে—এটি নিশ্চিত হওয়ার পর তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা তাঁর সার্বক্ষণিক খোঁজ রাখছি।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর