বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস আজ
  • সকল নাগরিকদের জন্য আসলো বড় সুখবর
  • অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সামান্থা রুথ প্রভু
  • পাকিস্তানের ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের রাফাল যুদ্ধবিমান
  • ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
  • শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
  • বাড়িতে ঢুকে মা-বাবাকে মারধর করে মেয়েকে অপহরণ, গ্রেপ্তার ১
  • পাকিস্তানে ভারত-প্রশিক্ষিত সন্ত্রাসী আটক, উদ্ধার ড্রোন ও বিস্ফোরক
  • অন্যান্য বছরের চেয়ে ২০২৪ সালের বন্যা ছিল ভিন্ন
  • ‘বুঝতে পেরে চিৎকার শুরু করি’

ট্রাম্পের বিপক্ষে জিততে পারবেন না বাইডেন, বললেন ডেমোক্রেটিক পার্টির সিনেটর

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ জুলাই ২০২৪, ১০:৫২

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রিপাবলিকান পার্টির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আগামী নির্বাচনে জিততে পারবেন না—এমনটাই মনে করেন ডেমোক্রেটিক পার্টির সিনেটর মাইকেল ব্যানেট। গতকাল মঙ্গলবার (৯ জুলাই) সম্প্রচারমাধ্যম সিএনএনকে তিনি এ কথা বলেছেন।

সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ব্যানেট বলেন, ‘আমার ধারণা, নির্বাচনে জয়ের পথেই এগোচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সম্ভবত তিনিই নিরঙ্কুশ জয় পেতে যাচ্ছেন।’

তবে ব্যানেট জো বাইডেনকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচন থেকে সরে যাওয়ার পরামর্শ দেননি।

বাইডেনকে নির্বাচনী প্রচারণায় সমর্থন জানাবেন, নাকি স্বাস্থ্য ও দূরদর্শিতা নিয়ে প্রশ্ন ওঠায় প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়ার অনুরোধ করবেন, সেটি নিয়ে তাঁর নিজের দল ডেমোক্রেটিক পার্টিতেই বিভক্তি তৈরি হয়েছে।

মার্কিন হাউস অব রিপ্রেজেনটেটিভের সাতজন ডেমোক্র্যাট বাইডেনকে এরই মধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সিনেটের কোনো ডেমোক্র্যাট অবশ্য এখনো এমন আহ্বান জানাননি। তবে বাইডেন বারবারই বলছেন, নির্বাচনের লড়াইয়ে থাকছেন তিনি।

এদিকে ভোটারদের সমর্থন আদায়ে বাইডেন যথেষ্ট কাজ করেননি বলে মনে করছেন অনেক ডেমোক্র্যাট। তাঁদের ধারণা, ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত বিতর্কটি তাঁর সক্ষমতার প্রতিফলনের চেয়ে বরং বিপর্যয় ডেকে এনেছে।

তবে বাইডেনের সুস্থতা নিয়ে তোলা প্রশ্ন উড়িয়ে দিয়ে মার্কিন সিনেটে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক পার্টির নেতা চাক শুমার সাংবাদিকদের বলেন, ‘আমি জো-এর (জো বাইডেন) পাশে আছি।’

রিপাবলিকান পার্টির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ঐক্যবদ্ধ হওয়ার বদলে দলটি বাইডেনের ভুলত্রুটির পেছনে পড়ে আছে বলে হতাশা প্রকাশ করেছেন ডেমোক্র্যাটদের কেউ কেউ।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত ২৭ জুন অনুষ্ঠিত বিতর্কে ধরাশায়ী হন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এরপরই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে চাপের মুখে আছেন তিনি। এ বছরের ৫ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে জয়ের সক্ষমতা নিয়ে তাঁর দলের মধ্যেই সংশয় দেখা দিয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর