বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • মুম্বাইয়ে বিশ্বমঞ্চের ঢেউ- প্রিয়াঙ্কার দৃপ্ত বার্তা
  • এক ভূখণ্ড, দুই রাষ্ট্র, অগণিত কান্নার উপত্যকা
  • শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস আজ
  • উত্তপ্ত ভারত-পাকিস্তান: সামরিক শক্তিতে কে এগিয়ে
  • ভারতকে রুখতে মুক্তি পেতে যাচ্ছেন ইমরান খান
  • সকল নাগরিকদের জন্য আসলো বড় সুখবর
  • অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সামান্থা রুথ প্রভু
  • পাকিস্তানের ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের রাফাল যুদ্ধবিমান
  • ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
  • শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক

সালমান, আনিসুল, দীপু ও জিয়াউলকে আরও রিমান্ডে নিতে চায় পুলিশ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৪, ১৪:০৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতের ঘটনায় হওয়া মামলায় গ্রেফতার সালমান এফ রহমান, আনিসুল হক, ডা. দীপু মনি এবং জিয়াউল আহসানের রিমান্ড শেষ। আজ শনিবার (২৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে আবার রিমান্ড চাওয়া হবে।

এরমধ্যে দুজন নিহতের ঘটনায় নিউমার্কেট থানায় হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ১০ দিনের রিমান্ডে নেয়া হয়েছিল। আর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় গ্রেফতার সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে চার দিন এবং নিউমার্কেট থানাধীন এলাকায় শাহজাহান আলী হত্যা মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে ৮ দিনের রিমান্ডে আনা হয়েছিল।

ডিএমপির গোয়ান্দা বিভাগ জানিয়েছে, তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। ফলে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এজন্য আজ তাদের আদালতে তুলে আবারও রিমান্ডের আবেদন করা হবে।

এর আগে ১৩ আগস্ট নৌপথে পালানোর সময় সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করে কোস্টগার্ড। এরপর তাদের পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে পুলিশ তাদের ডিবির হাতে সোপর্দ করে। পরদিন ১৪ আগস্ট সন্ধ্যায় নিউমার্কেট থানার তদন্ত কর্মকর্তা তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে আসামিদের উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানি হয়। পরে আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

অন্যদিকে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় গ্রেফতার সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনির চার দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন তার এ রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়া আয়নাঘর, সাত খুন, শাপলা চত্বরে হত্যাকাণ্ড নিয়ে পুলিশের জেরার মুখে আছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান।

আদালতে শুনানিতে বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ উল্লাহ খান বলেন, জিয়াউল আহসান ২০১২ সালের পর থেকে এক যুগ ধরে ভিন্ন রাজনৈতিক মতাবলম্বীসহ বিভিন্ন ব্যক্তিকে অপহরণ ও গুমের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি আয়নাঘরের জনক। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকারের ফ্যাসিস্ট হয়ে ওঠার ক্রীড়নক হিসেবে তিনি কাজ করেছেন। তিনি মানবতাবিরোধী অপরাধে যুক্ত।

ছাত্র-জনতার বিপ্লবের মধ্যে দিয়ে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর একের পর এক মামলা হতে থাকে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী-এমপিসহ দলীয় নেতাকর্মীদের নামে। এরমধ্যে অনেকেই গ্রেফতার হয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর