বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস আজ
  • সকল নাগরিকদের জন্য আসলো বড় সুখবর
  • অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সামান্থা রুথ প্রভু
  • পাকিস্তানের ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের রাফাল যুদ্ধবিমান
  • ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
  • শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
  • বাড়িতে ঢুকে মা-বাবাকে মারধর করে মেয়েকে অপহরণ, গ্রেপ্তার ১
  • পাকিস্তানে ভারত-প্রশিক্ষিত সন্ত্রাসী আটক, উদ্ধার ড্রোন ও বিস্ফোরক
  • অন্যান্য বছরের চেয়ে ২০২৪ সালের বন্যা ছিল ভিন্ন
  • ‘বুঝতে পেরে চিৎকার শুরু করি’

ওবামা

ট্রাম্পের এসব কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের জন্য ভালো কিছু আনবে না

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ এপ্রিল ২০২৫, ১১:২৯

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বৃহম্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের কর্মকাণ্ড নিয়ে কঠোর সমালোচনা করেছেন।

ট্রাম্পের প্রথম মেয়াদের পূর্বসূরি ওবামা বৃহস্পতিবার হ্যামিল্টন কলেজে এক সাক্ষাত্কারে বলেন, ‘আমি এই প্রথমবারের মতো প্রকাশ্যে ট্রাম্পের শাসন নিয়ে কথা বলছি।

আমি কিছুদিন ধরে কেবল দেখছিলাম। ভাবুন তো, যদি আমি এই কাজগুলোর কোনো একটি করতাম, এখন যারা চুপ করে আছেন, তারা নিশ্চয়ই তখন চুপ করে থাকতেন না।

ট্রাম্পের নতুন শুল্ক নীতির সমালোচনা করে ওবামা বলেন, ‘আমি মনে করি না যে এটি আমেরিকার জন্য ভালো হবে। পরিণতি দেখার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে।’

তবে তিনি আরো উদ্বেগ প্রকাশ করে বলেন, হোয়াইট হাউজ যুক্তরাষ্ট্রে নাগরিক অধিকার হরণের চেষ্টা জোরদার করেছে। যারা বাক্স্বাধীনতা চর্চা করছে তাদের হুমকি দেওয়া হচ্ছে। আইন পেশার সঙ্গে জড়িতদের হুমকি দিচ্ছেন ট্রাম্প।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে গত নির্বাচনে ট্রাম্পের ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস বৃহস্পতিবার লিডিং ওমেন ডিফাইন্ড সামিটে বক্তব্য প্রদান করেন এবং বলেন, আমরা অনেক কিছুই আগে থেকে জানতাম যে এসব ঘটতে পারে।

ট্রাম্পের পুনরাগমনের ফলে অনেকের মধ্যেই গভীর ভয় সৃষ্টি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। কমলা বলেন, আমরা দেখছি বিভিন্ন প্রতিষ্ঠান নীরব রয়েছে। আমরা দেখছি যারা আগে খুব স্পষ্টভাষী ছিলেন, তারা স্পষ্টত অসাংবিধানিক হুমকির সামনে নতি স্বীকার করছে।

মুখ বুজে ট্রাম্পের কর্মকাণ্ড দেখছেন, কিন্তু কিছু বলছেন না। এটি প্রত্যক্ষ করছি যে, যুক্তরাষ্ট্রে একধরনের গভীর ভীতির সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন, দেশে আইনের শাসনও বর্তমানে হুমকির মুখে পড়েছে। গণতন্ত্র তো আরো বড় বিপদের মুখে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর