প্রকাশিত:
১০ এপ্রিল ২০২৫, ১৫:১০
২০০৮ সালে ২৬ নভেম্বর ভারতের মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার অন্যতম সদস্য তাহাউর রানাকে ফেরত দিচ্ছে যুক্তরাষ্ট্র। খুব শিগগিরই ভারতের মাটিতে পা রাখছেন তিনি।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভারতে তাহাউরকে নিয়ে পৌঁছতে পারে মার্কিন বিমান- এমনটাই দাবি করেছে পিটিআই। খবর হিন্দুস্তান টাইমসের।
প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে নামতে পারে তাহাউর রানাকে নিয়ে আসা মার্কিন বিমান। সেখানেই তাহাউরকে গ্রেফতার করবেন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি।
সূত্রের দাবি, এই হাইপ্রোভাইল অভিযুক্তকে দিল্লিতে নামার সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হতে পারে দিল্লির আদালতে। তবে মুম্বাই পুলিশকে আনুষ্ঠানিকভাবে তাহাউরের আসার খবর জানানো হয়েছে কিনা, তা নিয়ে বহু রিপোর্টে সংশয় প্রকাশ করা হয়েছে।
তাহাউরের বিরুদ্ধে ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধের অভিযোগ রয়েছে, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে, এছাড়াও খুন, প্রতারণাসহ ইউএপিএর ধারায় একাধিক অভিযোগ রয়েছে।
তাহাউর কানাডার নাগরিক। সে পাকিস্তানি বংশোদভূত। তার বিরুদ্ধে মুম্বাই হামলায় ১৬৬ জন নিহতের ঘটনায় তাকে অভিযুক্ত করা হয়। ২০০৮ সালের হামলার প্রধান অভিযুক্ত পাকিস্তানি-আমেরিকান সন্ত্রাসী ডেভিড কোলম্যান হেডলির দাবি, রানা সন্ত্রাসী অভিযানের আগে লজিস্টিক এবং আর্থিক সহায়তা প্রদান করেছিলেন। হামলার আগে রানার ইমিগ্রেশন কনসালটেন্সির কর্মচারী হিসেবে নিজেকে পরিচয় দিয়ে হেডলি মুম্বাইয়ের একটি রেকি পরিচালনা করেছিল।
মুম্বাই হামলার এক বছর পর ২০০৯ সালের অক্টোবরে শিকাগো থেকে রানাকে গ্রেফতার করে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)। রানার সঙ্গে লস্কর ই তৈবার যোগ সূত্র পাওয়া যায়। রানাকে গ্রেফতারের পরই তাকে, আমেরিকার লস অ্যাঞ্জেলাসের মেট্রোপলিটন ডিটেনসন সেন্টারে রাখা হয়। এবার সেই তাহাউর রানাকে নিয়েই দিল্লিতে পৌঁছতে চলেছে মার্কিন মুলুক থেকে রওনা হওয়া বিমান।
মন্তব্য করুন: