বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস আজ
  • উত্তপ্ত ভারত-পাকিস্তান: সামরিক শক্তিতে কে এগিয়ে
  • ভারতকে রুখতে মুক্তি পেতে যাচ্ছেন ইমরান খান
  • সকল নাগরিকদের জন্য আসলো বড় সুখবর
  • অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সামান্থা রুথ প্রভু
  • পাকিস্তানের ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের রাফাল যুদ্ধবিমান
  • ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
  • শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
  • বাড়িতে ঢুকে মা-বাবাকে মারধর করে মেয়েকে অপহরণ, গ্রেপ্তার ১
  • পাকিস্তানে ভারত-প্রশিক্ষিত সন্ত্রাসী আটক, উদ্ধার ড্রোন ও বিস্ফোরক

মাদকের টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা করলো ছেলে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ এপ্রিল ২০২৫, ১৪:২৭

মাদকের টাকার জন্য মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। আহত হয়েছে একজন গাছ ক্রেতাও। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে জামালপুর পৌর শহরের হাটচন্দ্রা বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনজিলা বেগম জিরা (৬০) স্বামী পরিত্যক্ত তোতা মিয়ার স্ত্রী। অভিযুক্ত ছেলে মনজুরুল ইসলাম মঞ্জু (৩৮) মনজিলা বেগম জিরার ছেলে এবং আহত গাছ ক্রেতা শেখ ফরিদ (৪০) ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন মনজুরুল ইসলাম মঞ্জু। মাদক কেনার টাকার জন্য মঞ্জু প্রায়ই পরিবারের সঙ্গে ঝগড়া করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্জু বাড়ির একটি মেহগনি গাছ ১৬ হাজার টাকায় বিক্রি করেন এবং অগ্রিম ৯ হাজার টাকা নেন গাছ ক্রেতা শেখ ফরিদের কাছ থেকে। ঘটনার দিন ওই গাছ ক্রেতা বাকি টাকা নিয়ে গাছ কাটতে আসলে গাছ কাটতে বাধা দেন মনজুরুলের মা মনজিলা বেগম। এতে ক্ষিপ্ত হয়ে মঞ্জু তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।

গাছ ক্রেতা শেখ ফরিদ থামাতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফ জানান, আহত শেখ ফরিদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আতিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। মাদকাসক্ত ছেলের দা’র কোপে মায়ের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর