প্রকাশিত:
১৯ এপ্রিল ২০২৫, ১১:৪০
বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমে সহায়ক তথ্য দিয়ে কমিশনকে সাহায্য করার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
নৃশংস এ হত্যাকাণ্ড তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের ওয়েবসাইট ছাড়াও নানা মাধ্যমে এ তথ্য দেওয়ার ব্যবস্থা রয়েছে। স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমানের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশন নজিরবিহীন রোমহর্ষ পিলখানা হত্যাযজ্ঞের ওই ঘটনা বিষয়ে নির্ভরযোগ্য তথ্য ও সাক্ষ্য আহ্বান করেছে। প্রায় ১৬ বছর আগে সংঘটিত এ হত্যাকাণ্ডের ঘটনার তথ্য উদ্ঘাটন জটিল হলেও কমিশন অত্যন্ত পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে, যাতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সত্য প্রতিষ্ঠা করা সম্ভব হয়। যে পদ্ধতিতে তথ্য দেওয়া যাবে
কমিশনের ওয়েবসাইট (bdr-commission.org) ও ই-মেইলের (comission@bdr-commission.org) পাশাপাশি কমিশনে হাজির হয়ে তথ্য দেওয়া যাবে। এ ছাড়া কুরিয়ার ও ডাকযোগেও সহায়তা করা যাবে। ঠিকানা: বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (বিআরআইসিএম), নতুন ভবন (সপ্তম তলা), ড. কুদরাত-এ-খুদা সড়ক (সায়েন্স ল্যাবরেটরি রোড), ধানমন্ডি, ঢাকা-১২০৫।
কমিশনকে ঢাকার বাইরে বা বাংলাদেশের বাইরে অবস্থানকারী তথ্যদাতার বাসায় গিয়ে বা অন্য যেকোনো স্থান থেকে তথ্য সংগ্রহ করতে হলে উল্লেখ করা ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
হটলাইন (সকাল ৯টা থেকে বিকেল ৫টা: ০১৭৬৯-৬০০২৮১)। প্রযোজ্য ক্ষেত্রে এ বিষয়ে সহায়তাকারী ব্যক্তিদের পরিচয়ের গোপনীয়তা বজায় রাখা হবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
তথ্যদাতাকে তাঁর পরিচয়, মুঠোফোন নম্বর, ই-মেইল ও ঠিকানা দিতে হবে ওয়েবসাইটে। এর আগে তথ্যের প্রকৃতি নির্বাচন করতে হবে। যেমন বেঁচে ফেরা শহীদ পরিবারের ব্যক্তিদের বিবৃতি, অন্যান্য সাক্ষী বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিবৃতি, প্রিন্ট মিডিয়া (খবরের কাগজ), ইলেকট্রনিক মিডিয়া (ইমেজ, ভিডিও, অডিও) মুঠোফোন কল রেকর্ড, মুঠোফোনে মেসেজ ও হোয়াটসঅ্যাপ নম্বর।
মন্তব্য করুন: