বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • এক ভূখণ্ড, দুই রাষ্ট্র, অগণিত কান্নার উপত্যকা
  • শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস আজ
  • উত্তপ্ত ভারত-পাকিস্তান: সামরিক শক্তিতে কে এগিয়ে
  • ভারতকে রুখতে মুক্তি পেতে যাচ্ছেন ইমরান খান
  • সকল নাগরিকদের জন্য আসলো বড় সুখবর
  • অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সামান্থা রুথ প্রভু
  • পাকিস্তানের ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের রাফাল যুদ্ধবিমান
  • ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
  • শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
  • বাড়িতে ঢুকে মা-বাবাকে মারধর করে মেয়েকে অপহরণ, গ্রেপ্তার ১

শিশু জান্নাতির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ এপ্রিল ২০২৫, ১৮:২২

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী জান্নাতি আক্তারকে তিস্তা চরের একটি ভুট্টাক্ষেতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে উত্তাল তার নিজ এলাকা। ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে এবং প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।

আজ সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার ভোটমারী বাজারে ভোটমারী মদাতি ইউনিয়ন ও ডাউয়াবাড়ী বিএনপি এবং তাদের সহযোগী সংগঠন, শিক্ষার্থীসহ স্থানীয় শত শত মানুষ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে এই মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে।

বিক্ষোভকারীরা জান্নাতি হত্যার সুষ্ঠু বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকে। তারা সড়কের উপর টায়ার জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করে। প্রায় দেড় ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ করে রাখায় গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়, ফলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশ কর্মকর্তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার আশ্বাস দিলে প্রায় দেড় ঘণ্টা পর অবরোধকারীরা অবরোধ তুলে নেয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মানববন্ধন ও বিক্ষোভে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন মাদাতী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুন্নবী হিরু, ভোটমারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম, মদাতী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আনারুল কবির বাদশা, মদাতী ইউনিয়ন যুবদলের সভাপতি আলহাজ্ব রোকনুজ্জামান বাবু, ডাউয়াবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদুজ্জামান মফিজুল, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোমছেদুল খান বুলবুল, মদাতী ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন, ডাউয়াবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোসলেম উদ্দিন ও সাধারণ সম্পাদক নুরহুসাইন বাবু এবং ডাউয়াবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোকছেদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ। তারা সকলেই এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি তোলেন।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল সন্ধ্যায় উপজেলার ভোটমারী ইউনিয়নের শৈলমারী চরের বাসিন্দা ফজলুল হকের মেয়ে ও ভোটমারী এস সি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্রী জান্নাতি আক্তারকে বাড়িতে একা পেয়ে দুর্বৃত্তরা অপহরণ করে পার্শ্ববর্তী তিস্তা চরের ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। সেখানে তারা জান্নাতির হাত-পা ভেঙে দেয় এবং মুখে বালু ঢুকিয়ে শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতোমধ্যে প্রতিবেশী বেলাল হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর