প্রকাশিত:
২২ এপ্রিল ২০২৫, ১৭:৩২
ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কেউ সৌদি আরবে অবস্থান করলে ৫০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা ছাড়াও ৬ মাসের জেল ও বহিষ্কারের মতো শাস্তির বিধান করল দেশটির কর্তৃপক্ষ।
২০২৫ সালের হজ মৌসুম ঘনিয়ে আসতেই সৌদি কর্তৃপক্ষ ভিসার মেয়াদোত্তীর্ণদের ওপর কঠোর এই জেল-জরিমানার বিধান ঘোষণা করল। মঙ্গলবার (২২ এপ্রিল) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
সৌদি প্রেস এজেন্সি কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, হজ ও ওমরাহ নিয়ন্ত্রণকারী নিয়মকানুন এবং নির্দেশিকা মেনে চলার গুরুত্বের ওপর জোর দিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ।
মন্তব্য করুন: