বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস আজ
  • সকল নাগরিকদের জন্য আসলো বড় সুখবর
  • অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সামান্থা রুথ প্রভু
  • পাকিস্তানের ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের রাফাল যুদ্ধবিমান
  • ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
  • শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
  • বাড়িতে ঢুকে মা-বাবাকে মারধর করে মেয়েকে অপহরণ, গ্রেপ্তার ১
  • পাকিস্তানে ভারত-প্রশিক্ষিত সন্ত্রাসী আটক, উদ্ধার ড্রোন ও বিস্ফোরক
  • অন্যান্য বছরের চেয়ে ২০২৪ সালের বন্যা ছিল ভিন্ন
  • ‘বুঝতে পেরে চিৎকার শুরু করি’

ক্যাটরিনার মন ভেঙে দেন বলিউডের যে অভিনেতা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২৫, ১৮:১৮

দুই দশকেরও বেশি সময় ধরে বলিউডের বক্স অফিসে ক্যাটরিনা কাইফের সাফল্যও চোখে পড়ার মতো। বলিউডে যখন কাজ শুরু করেন তখন হিন্দি জানতেন না। ভাষার উপর নিয়ন্ত্রণের অভাবের কারণে প্রাথমিকভাবে লড়াই করেছিলেন। সেই লড়াইয়ে জয়ীও হয়েছেন। বক্স অফিসে পেয়েছেন ধারাবাহিক সাফল্য।

সালমান এবং অক্ষয়ের সঙ্গে তার অন-স্ক্রিন রসায়ন সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে। তবে, অক্ষয়ের সঙ্গে দীর্ঘদিন কাজ করেননি তিনি। রোহিত শেঠির ‘সূর্যবংশী’তে পুনরায় এক হওয়ার আগে কয়েক বছর ধরে এ অভিনেতার সঙ্গে কাজ বন্ধ করে রেখেছিলেন ক্যাট।

যদিও তাদের সম্পর্কে কোনও বিরোধের খবর পাওয়া যায়নি, তবে ক্যাটরিনা একবার বলেছিলেন অক্ষয় কুমারের অদ্ভুত আচরণ তাকে কীভাবে কষ্ট দিয়েছিল। কেন এই দূরত্ব তৈরি হয়েছিল সেটাও এক সাক্ষাৎকারে বলেছেন অভিনেত্রী।

তিনি বলেন, ‘তার সঙ্গে আমি টানা পাঁচ বছর কাজ করেছি। নিশ্চয়ই এই সময়ে সম্পর্কটা অনেক উষ্ণ হওয়ার কথা ছিল। প্রথম বছরে, অক্ষয় এসে ‘হাই, শুভ সকাল, কেমন আছো’ বলতেন এবং আমাকে উষ্ণ আলিঙ্গন করতেন। দ্বিতীয় বর্ষে তিনি কেবল আমার পিঠে হাত বুলিয়ে শুভ সকাল বলতেন। তৃতীয় বর্ষে, তখন কেবল ‘শুভ সকাল, আর চতুর্থ বর্ষে, তিনি কেবল আমার দিকে তাকিয়ে মাথা নাড়তেন। পঞ্চম বর্ষে, তিনি প্রথমেই বলেন, ‘কী কাজ?’ আর কিছুই নয়। এমন নয় তিনি অভদ্র হয়ে উঠেছেন, কিন্তু এটি আমি মেনে নিতে পারিনি।’

অক্ষয়ের সঙ্গে অর্ধডজন সিনেমায় কাজ করেছেন ক্যাটরিনা। তাই এ ধরনের আচরণ তাকে বেশ কষ্ট দিয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী।

তিনি আরও বলেন, ‘মাঝে মাঝে, যখন তিনি এটা করেন তখন আমার কষ্ট হয়, এবং আমি তাকে বলি অন্তত শুভ সকাল বা হাই বলতে অথবা শুধু হাসতে। আমি তাকে জিজ্ঞাসা করি কেন সে এত রেগে আছে। তিনি উত্তর দেন, ‘কে রেগে আছে?’ যখন আমি বলি তুমি, তখন তিনি বলেন ‘বোকার মতো কথা বলো না!’ তিনি আরও বলেন যে, ‘আমি কেমন মানুষ সেটা জানি’ এবং তিনি এমন কিছু করবেন না যার সাথে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এটি আমাকে আরও বেশি কষ্ট দিয়েছে।’

উল্লেখ্য, কাজের ক্ষেত্রে ক্যাটরিনা কাইফকে শেষবার ‘টাইগার-৩’ এবং ‘মেরি ক্রিসমাস’-এ দেখা গিয়েছিল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর