বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • এক ভূখণ্ড, দুই রাষ্ট্র, অগণিত কান্নার উপত্যকা
  • শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস আজ
  • উত্তপ্ত ভারত-পাকিস্তান: সামরিক শক্তিতে কে এগিয়ে
  • ভারতকে রুখতে মুক্তি পেতে যাচ্ছেন ইমরান খান
  • সকল নাগরিকদের জন্য আসলো বড় সুখবর
  • অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সামান্থা রুথ প্রভু
  • পাকিস্তানের ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের রাফাল যুদ্ধবিমান
  • ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
  • শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
  • বাড়িতে ঢুকে মা-বাবাকে মারধর করে মেয়েকে অপহরণ, গ্রেপ্তার ১

পরিচালককে জিজ্ঞাসা করি, এ চরিত্রের জন্য আমাকে ভাবা হয়েছে কেন

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২৫, ১৭:৩৫

অ্যামাজন প্রাইম ভিডিওর ‘ছোরি ২’ ছবিতে আধিভৌতিক চরিত্রে দর্শকদের ভয় দেখিয়েছেন অভিনেত্রী সোহা আলী খান। আদুরে ও মিষ্টি চেহারার সোহাকে এ রকম এক চরিত্রে দেখে অনেকেই অবাক। সোহার কাছে এই ছবির প্রস্তাব আসতেই তিনি নিজেও প্রথমে অবাক হয়েছিলেন। সম্প্রতি ‘ছোরি ২’ সিনেমায় কাজ করার কারণটা নিজেই জানিয়েছেন শর্মিলা-কন্যা।

‘ছোরি ২’ সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সোহা আলী খান ও নুসরাত ভারুচা। বিশাল ফুরিয়া পরিচালিত ভৌতিক এই ছবিতে সোহাকে দেখা গেছে ‘দাসী মা’ রূপে। এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই ছবির প্রস্তাব আসার প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করেন সোহা, ‘স্ক্রিপ্ট পড়ে আমার মনে হয়েছে বাহ্‌, অন্য রকম। আগে কখনো এই ধরনের চরিত্রে অভিনয় করিনি। মনের বাসনা গোপন করেই পরিচালককে জিজ্ঞাসা করি, এমন এক চরিত্রের জন্য আমাকে ভাবা হয়েছে কেন।

তাঁর মতে, ভৌতিক ছবিতে নারী চরিত্র মানেই ডাইনি অথবা পেতনি। আর এটা একঘেয়ে হয়ে গেছে। এ নারী চরিত্রটিকে একটু সুন্দরভাবে তুলে ধরতে চেয়েছিলেন তিনি। চরিত্রটি খুব সুন্দর হবে, তা নয়, কিন্তু তার মধ্যে কিছু একটা থাকবে। চরিত্রটি অন্যকে আকর্ষণ করবে, আবার ভয়ও পাওয়াবে। এ জন্যই নাকি আমাকে ভেবেছে। শুনে আমি মনে মনে হাসছিলাম।’

ছবির ধারণাই সোহাকে আকর্ষণ করে। সোহার ভাষ্যে, ‘বুঝে গিয়েছিলাম ছবির ট্রেলারে ও পোস্টারে আমাকে দেখার পর মানুষের মনে আলাদা এক প্রভাব পড়বে। একজন অভিনেত্রী হিসেবে এ ধরনের চরিত্রে অভিনয় করা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। কানে কানে একটা কথা বলি, মানুষকে আমি ভয় দেখাতে ভালোবাসি। কখনো কখনো বাড়িতেও আমি সবাইকে ভয় দেখাইও।’

শুধু সিনেমার পর্দায় নয়, বাস্তবেও নাকি ‘ভূত’ দেখার ও ভৌতিক ঘটনার অভিজ্ঞতা সোহাদের পরিবারে আছে! পতৌদিদের ‘রাজকন্যা’

সোহা জানান, বিখ্যাত পতৌদি প্রাসাদে বসতি স্থাপনের আগে কাছেই অন্য আরেকটি প্রাসাদে থাকত তাঁদের পরিবার। যে প্রাসাদটির নাম পিলি কোঠি। সোহার ভাষ্যে, সেখানেই তাঁর প্রপিতামহীকে একবার ভূত আক্রমণ করেছিল বলে শুনেছেন। এমনকি তাঁর মুখে সেই চড়ের চিহ্নও ছিল! সে ঘটনায় পুরো পরিবার আতঙ্কিত হয়ে পড়ে। সেই রাতেই তল্পিতল্পা গুটিয়ে তারা পতৌদি প্রাসাদে চলে যায়।

সেই গল্প শুনিয়ে সোহা বলেন, ‘শোনেন, আসল ঘটনা যা-ই হোক, প্রকৃতপক্ষেই ঘটুক বা না-ঘটুক, ওই জায়গা কিন্তু এখনো খালি। পতৌদি প্রাসাদের ঠিক পাশে একটা ভবন এখনো পরিত্যক্তই রয়ে গেছে। কোনো এক অজ্ঞাত কারণে মানুষ কিন্তু ওই জায়গাটি দখলও করেনি। হা হা হা।’

‘ছোরি ২’ ছবিতে নুসরাত, সোহা ছাড়াও গাশ্মীর মহাজানী, হার্দিকা শর্মা, মুকুল শ্রীবাস্তব ও কুলদীপ সারেন গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমায় কুসংস্কারের সঙ্গে মিশে যাওয়া অতিপ্রাকৃত শক্তির ভয়ংকর রূপ তুলে ধরা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর