বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • এক ভূখণ্ড, দুই রাষ্ট্র, অগণিত কান্নার উপত্যকা
  • শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস আজ
  • উত্তপ্ত ভারত-পাকিস্তান: সামরিক শক্তিতে কে এগিয়ে
  • ভারতকে রুখতে মুক্তি পেতে যাচ্ছেন ইমরান খান
  • সকল নাগরিকদের জন্য আসলো বড় সুখবর
  • অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সামান্থা রুথ প্রভু
  • পাকিস্তানের ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের রাফাল যুদ্ধবিমান
  • ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
  • শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
  • বাড়িতে ঢুকে মা-বাবাকে মারধর করে মেয়েকে অপহরণ, গ্রেপ্তার ১

১৬ বছর পর ঘুরে দাঁড়াবে দেশের দ্বিতীয় বৃহৎ বস্ত্র কারখানা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ এপ্রিল ২০২৫, ১০:৫৩

রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম বস্ত্র কারখানা ‘রাঙ্গামাটি টেক্সটাইল মিলস’ আজ কেবলই স্মৃতি। প্রায় ৩১ একর জমির উপর ১৯৮৩ সালে যাত্রা শুরু করেছিল এই কারখানা। এক সময় এই মিল কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছিল, উৎপাদন হতো উন্নতমানের সুতা।

কিন্তু যুগের সঙ্গে তাল মেলাতে না পারায়, অর্থাৎ আধুনিক যন্ত্রপাতি সংযোজন না করায় কমে যায় উৎপাদন ও বাজারের চাহিদা। একে একে বাড়তে থাকে লোকসান। সেই ধারাবাহিকতায় ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে ধাপে ধাপে ‘গোল্ডেন হ্যান্ডশেক’-এর মাধ্যমে বিদায় করা হয় শ্রমিকদের। বন্ধ হয়ে যায় কারখানা।

এরপর দুই দফায় কারখানাটি চালু করার চেষ্টা করা হলেও সফলতা আসেনি। বর্তমানে মিল ভবনে দেখা দিয়েছে ফাটল, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা। ছাদ দিয়ে পানি চুঁইয়ে পড়ে যন্ত্রপাতির ওপর, যেগুলো মরিচা পড়ে এখন কার্যত অচল। কোটি কোটি টাকার যন্ত্রপাতি পড়ে আছে অযত্নে, অবহেলায়।

নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা জানিয়েছেন, মিল বন্ধ হওয়ার পর তারা বিকল্প পথে জীবিকা খুঁজতে বাধ্য হয়েছেন। এক সময় এই মিল ঘিরে ব্যবসা-বাণিজ্যের ভালো অবস্থা ছিল, কিন্তু এখন চারপাশে নেমে এসেছে স্থবিরতা।

সম্প্রতি অর্থ, শিল্প ও পরিকল্পনা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল কারখানাটি পরিদর্শন করেছে। বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন (বিটিএমসি) জানিয়েছে, যন্ত্রপাতির কার্যক্ষমতা শেষ হয়ে যাওয়ায় এখন এটি ব্রেকইভেনে পৌঁছাতে পারছে না।

তবে ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনার কথাও ভাবা হচ্ছে। স্থানীয় জনগণের সঙ্গে সম্পৃক্ত করে কীভাবে এই এলাকায় নতুনভাবে কোনো শিল্প কারখানা গড়ে তোলা যায়, সেই সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (PPP) মডেলে কারখানাটি পুনরায় চালুর বিষয়টিও পরিকল্পনার মধ্যে রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর