প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২৫, ১৩:৫৩
কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত উপবৃত্তির ফরম বিতরণে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। রশিদ ছাড়া উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটি ফরম ১২০ টাকা করে আদায় করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা সদরের ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী শিক্ষার্থীকে একটি উপবৃত্তির ফরম ধরিয়ে দিয়ে ১২০ টাকা করে টাকা আদায় করা হয়েছে। এ নিয়ে কোনো শিক্ষার্থীরা ভয়ে প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না।
এ বিষয়ে ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল হক বলেন, ফরমের অনেক ফটোকপি, ফরম-পূরণ ও অনলাইনের আবেদনের জন্য টাকা নেওয়া হয়। এজন্য কোনো রশিদ দেওয়া হচ্ছে না। আমরা টাকা ফেরত দিয়ে দিবো।
ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ বলেন, উপবৃত্তির ফরম বাবদ কোন টাকা নেওয়ার সুযোগ নাই। উপবৃত্তির ফরম বাবদ টাকা নিলে প্রতিষ্ঠানর বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।
ভেড়ামারা সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসাইন বলেন, উপবৃত্তির ফরমের জন্য টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন: