বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • এক ভূখণ্ড, দুই রাষ্ট্র, অগণিত কান্নার উপত্যকা
  • শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস আজ
  • উত্তপ্ত ভারত-পাকিস্তান: সামরিক শক্তিতে কে এগিয়ে
  • ভারতকে রুখতে মুক্তি পেতে যাচ্ছেন ইমরান খান
  • সকল নাগরিকদের জন্য আসলো বড় সুখবর
  • অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সামান্থা রুথ প্রভু
  • পাকিস্তানের ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের রাফাল যুদ্ধবিমান
  • ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
  • শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
  • বাড়িতে ঢুকে মা-বাবাকে মারধর করে মেয়েকে অপহরণ, গ্রেপ্তার ১

স্কুলশিক্ষার্থীদের ডেঙ্গু সচেতনতায় বই ছাপিয়েছে ডিএনসিসি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৪ জুলাই ২০২৩, ১৬:১৪

রাজধানীতে প্রতিদিন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। মৃত্যুও হচ্ছে ডেঙ্গুতে।

‘মশার কামড় ক্ষতিকর’ নামে স্কুলশিক্ষার্থীদের জন্য একটি বই প্রকাশ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার (২৪ জুলাই) দুপুরে রাজধানীর গুলশান-২ ডিএনসিসি নগর ভবন হল রুমে এ বইয়ের মোড়ক উন্মোচন করেন মেয়র আতিকুল ইসলাম।

কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে বইটির এক লাখ কপি ছাপানো হয়েছে। দ্রুত এ বইগুলো আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ওয়ার্ড কাউন্সিলদের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় পৌঁছে দেওয়া হবে। প্রয়োজনে পরবর্তী সময়ে বইটির আরও এক লাখ কপি ছাপাবে ডিএনসিসি।

চলতি বছরের জানুয়ারি থেকে রোববার (২৩ জুলাই) পর্যন্ত দেশে ৩২ হাজার ৯৭৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১৭৬ জন। দেশে ২০০০ সাল থেকে ডেঙ্গুর প্রকোপ বেশি করে দেখা দেয়। এর আগে কোনো বছরে এ সময়ে এত আক্রান্ত বা মৃত্যুর ঘটনা ঘটেনি।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন, চলতি বছরের শুরুতে ডিএনসিসির একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের মায়ামি ডেড কান্ট্রিতে যায়। সেখানে মশার কামড় নিয়ে স্কুলগুলোয় শিক্ষার্থীদের একটি বই পড়ানো হয়। এতে তারা মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সফলতা পেয়েছে। ডিএনসিসি বইটি সংগ্রহ করে এটি বাংলায় অনুবাদ করার উদ্যোগ নেয়।

সেলিম রেজা বলেন, বইগুলো স্কুলে বিতরণ করা হবে। আমাদের ছোট বাচ্চারা যাতে মশার কামড়ের ক্ষতিকর দিক সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে এবং নিজেরা সচেতন হয়ে নিজেদের রক্ষা করতে পারে। মশার বিরুদ্ধে আমরা সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করতে চাই।

উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, মশার কামড়ে যেসব রোগ হয়, সেগুলো সম্পর্কে আমরা আমাদের ছোট মণিদের জানাতে চাই। বইটির মাধ্যমে তারা যখন জানবে, বাড়ি গিয়ে তারা নিজেদের মা-বাবাকে বলবে, সচেতন করবে। বইটির প্রতিটি পৃষ্ঠায় থাকা ছবিগুলোয় রঙ করে শিক্ষার্থীরা মশার কামড়ের ক্ষতিকর দিক সম্পর্কে শিখবে। যেমন এতে বলা আছে, কিছু মশা কামড়ালে চুলকানি হয়, কোনো কোনো মশার কামড়ে আবার অসুস্থ হয়। তাই সুস্থ থাকতে হলে মশার কামড় খাওয়া যাবে না। বাইটের সঙ্গে ফাইট করতে হবে। বইটির শেষ করলে ‘সাব্বাস’ সার্টিফিকেট দেওয়া হবে। ’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর