বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস আজ
  • উত্তপ্ত ভারত-পাকিস্তান: সামরিক শক্তিতে কে এগিয়ে
  • ভারতকে রুখতে মুক্তি পেতে যাচ্ছেন ইমরান খান
  • সকল নাগরিকদের জন্য আসলো বড় সুখবর
  • অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সামান্থা রুথ প্রভু
  • পাকিস্তানের ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের রাফাল যুদ্ধবিমান
  • ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
  • শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
  • বাড়িতে ঢুকে মা-বাবাকে মারধর করে মেয়েকে অপহরণ, গ্রেপ্তার ১
  • পাকিস্তানে ভারত-প্রশিক্ষিত সন্ত্রাসী আটক, উদ্ধার ড্রোন ও বিস্ফোরক

বিএনপির আমানের জন্য হাসপাতালে খাবার ও ফল পাঠালেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৯ জুলাই ২০২৩, ১৭:০৭

হাসপাতালে আমানউল্লাহ আমানের জন্য ফল ও উপহার নিয়ে যান প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান

রাজধানীর গাবতলীতে বিএনপির অবস্থান কর্মসূচি থেকে তুলে নিয়ে দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানকে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে ভর্তি করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুসসালাম অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মফিজুর রহমান বলেছেন, আমানকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে আগে থেকে হৃদ্‌যন্ত্রে সমস্যা থাকায় তাঁকে হৃদ্‌রোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মফিজুর রহমান আরও বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, আমানউল্লাহ আমানের অবস্থা স্থিতিশীল।

শনিবার (২৯ জুলাই) সকালে গাবতলীতে অবস্থান কর্মসূচি পালনকালে আমানকে তুলে নেয় পুলিশ। তবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা স্পষ্ট করা হয়নি।

এদিকে চিকিৎসাধীন আমানকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান। আজ প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিনিধিদলটি তাঁকে দেখতে গিয়েছে।

প্রতিনিধিদলটি বিএনপি নেতা আমানকে প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন প্রকার মৌসুমি ফল ও ফলের রসসহ একটি উপহারের ঝুড়ি তুলে দেয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গাজী হাফিজুর রহমান আমানকে জানান, প্রধানমন্ত্রী তাঁর জন্য খাবার, ফল ও ফলের রস পাঠিয়েছেন এবং তাঁর স্বাস্থ্যের খোঁজখবর জানতে চেয়েছেন। তিনি আমানের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

গাজী হাফিজুর আরও বলেন, চিকিৎসার জন্য দেশের অন্য যেকোনো হাসপাতালে আমান যেতে চাইলে তাঁরও সুব্যবস্থা করে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপি নেতা আমান প্রধানমন্ত্রীর উপহার গ্রহণ করেন এবং মানবতা ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর